টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এরই মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
ফাইনালে জয়ী দল ১.৬ মিলিয়ন ডলার পাবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৭ কোটি টাকার বেশি। রানার্সআপ দল ৮ কোটি মার্কিন ডলার পাবে। বাংলাদেশি টাকায় যা সাড়ে ৮ কোটি টাকা।
পুরো আসরের প্রাইজমানি হিসেবে এই মৌসুমে ৩.৮ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪১ কোটি টাকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা বাকি দলগুলোও মোটা অংকের টাকা পাবে। পয়েন্ট টেবিলে ৩য় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকা পাবে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৫ কোটি টাকা।
৪ নম্বরে থাকা ইংল্যান্ড পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। ৫ নম্বরে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার।
আগের আসরে চ্যাম্পিয়ন হওয়া নিউজিল্যান্ড এবার ৬ নম্বরে থেকে আসর শেষ করেছে। আর যথাক্রমে ৭, ৮ ও ৯ নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। প্রত্যেকেই ১ লাখ ডলার করে পাবে। যা বাংলাদেশি টাকায় ১ কোটি টাকার কিছু বেশি।