নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ১২৮ রানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
হংকংয়ে শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় ভারত। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে ভারত নারী এ দল। দলের হয়ে ত্রিশের ঘর পেরিয়েছেন কেবলমাত্র বৃন্দা এবং কনিকা।
বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন নাহিদা এবং সুলতানা। ১টি উইকেট নেন সানজিদা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৬ রানেই থেমেছে বাংলাদেশ। রানের ক্ষেত্রে ২০ এর ঘর পেরোয়নি কেউ। নাহিদা শেষ পর্যন্ত টিকে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ।
ভারতের হয়ে ৪ উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। ৩টি উইকেট নেন মান্নাত ক্যাশপ।
নারীদের ইমার্জিং এশিয়া কাপে বৃষ্টির তান্ডবে ৮ ম্যাচ ভেসে গিয়েছে। মালেশিয়াকে ৯৭ রানে পরাজিত করে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে শ্রীলঙ্কা এবং আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ায়নি।
৩ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে পরাজিত করে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
অপরদিকে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ৪ পয়েন্ট নিয়ে ভারত সেমিফাইনালে উঠে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে ভারত ফাইনালে উঠে।