Google search engine

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর ২য় টেস্টে কেভিন সিনক্লেয়ারকে দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টটি কুইন্স টাউন পার্কে মাঠে গড়াবে।

সিনক্লেয়ারের অন্তর্ভুক্তির ফলে বাদ পড়েছেন রেমন রেইফার। যিনি ডমিনিকা টেস্টে ফর্মহীনতায় ভুগছিলেন। ভারতের বিপক্ষে ঐ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ বেশ হতাশা উপহার দিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অফ-স্পিনিং অলরাউন্ডার সিনক্লেয়ার ১৩টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হতে পারে তার অভিষেক টেস্ট অপেক্ষায় আছেন।

দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড:

ক্রেইগ ব্রেথহোয়াইট (অধিনায়ক), জার্মাইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), আলিক আথান্জে, ত্যাগনারায়ণ চন্দরপল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শানন গাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাককন্জি, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান

স্ট্যান্ড বাই: টেভিন ইমল্যাচ, আকিম জর্ডান

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here