Google search engine

অবশেষে স্বপ্নভঙ্গ আরও একবার। বহু জল্পনা-কল্পনা ছাড়িয়ে সুপার ফোরে উঠে পরাজয়ে হাবুডুবু খেয়ে বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন ডুবেছে। শ্রীলঙ্কার কাছে ২১ রানে পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন থেমেছে এখানেই। এক ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশের যাত্রা সুপার ফোরের পর্ব থেকেই শেষ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। বিনা উইকেটে ১০ ওভার পাড় করে বাংলাদেশ। তবে দলীয় অর্ধশতকের পর বেশিক্ষণ আগায়নি মিরাজের ইনিংস। দাসুন শানাকার বলে পুল করতে গিয়ে দুশান হেমান্তের হাতে ক্যাচ তুলে ফিরেন তিনি। এরপর নাঈমও ফিরেছেন শানাকার আঘাতেই।

তৃতীয় উইকেটে ব্যর্থ হন সাকিবও। তাকে ফিরিয়েছেন মাথিশা পাথিরানা। যদিও প্রথমে আউট দেননি আম্পায়ার। পরে রিভিউতে আউট হন সাকিব। এরপর লিটনও ফিরেছেন দ্রুতই। ওয়েলালাগের বলে ব্যাটের কানায় লেগে মেন্ডিসের হাতে ক্যাচ দেন তিনি।

৫ম উইকেটে মুশফিক-হৃদয় মিলে দলের হাল ধরার চেষ্টা করেন। বেশ মানিয়ে নেয়া শুরু করেছিলেন দুজন। এই জুটি ভাঙেন শানাকা। ব্যাটে-বলে না হওয়াতে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক। এরপর অর্ধশতক পেয়েছেন হৃদয়। তাকে সঙ্গ দিতে আসা শামীম বেশিক্ষণ টিকেননি। এরপর কেউ খুব একটা আগাতে পারেনি। হৃদয় একাই লড়েছেন একপাশ থেকে। ৮২ রানের ইনিংস খেলে ফিরেন হৃদয়।

হৃদয় ফেরার পর কেউ ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেনি। যার ফলে বাংলাদেশের ইনিংস থেমেছে ২৩৬ রানে। শ্রীলঙ্কা ২১ রানে জয় পায়। দলের হয়ে ৩টি করে উইকেট নেন থিকসানা, মাহিশা এবং পাথিরানা।

এর আগে টসে জিতে বোলিংয়ে নেমে বেশ ভালো বোলিং করছিল বাংলাদেশের বোলাররা। প্রথম উইকেটটি আসে হাসানের হাত ধরে। দিমুথ করুনারত্নেকে ফেরান। এরপর বেশ অনেকটা সময় ধরে কোন উইকেট যায়নি। ফিল্ডারদের ব্যর্থতা ভোগাচ্ছিল বাংলাদেশকে।

পাথুম নিশাঙ্কা আর মেন্ডিসের জীবন পাওয়া কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। মেন্ডিসের ব্যাটে অর্ধশতক আসে। এরপর বেশিদূর আগাননি এই ব্যাটার। শরীফুলের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। আসালাঙ্কাকে থিতু হতে দেননি তাসকিন। এরপর ফিরেছেন ধনাঞ্জয়া ডি সিলভাও।

এরপর শানাকাকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে গেছেন সাদিরা সামারাবিক্রমা। সাদিরার ব্যাটে অর্ধশতক আসে৷ তবে শানাকা ফিরেছেন ৩১ রানে। এরপর দুনিথকেও রান আউট করেন হাসান। তাসকিনের বলে ফিরেন থিকসানাও। তাসকিনের আঘাতে শতক করার আগে ফিরেন সামারাবিক্রমা। সামারাবিক্রমার ইনিংসের সাথে ২৫৭ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা- ২৫৭/৯ (৫০ ওভার)

নিশাঙ্কা ৪০, মেন্ডিস ৫০, সামারাবিক্রমা ৯৩;
হাসান ৩/৫৭, তাসকিন ৩/৬২, শরীফুল ২/৪৮

বাংলাদেশ- ২৩৬/১০ (৪৮.১ ওভার)

মিরাজ ২৮, মুশফিক ২৯, হৃদয় ৮২
শানাকা ৩/২৮, পাথিরানা ৩/৫৮, থিকসানা ৩/৬৯

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here