চট্টগ্রামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি-২০তে মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছে দু’দল। টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে খুব সহজেই জয় পেয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচেও একই একাদশ নিয়ে খেলতে নেমেছে শান্তর দল।
জিম্বাবুয়ে একাদশে তিন পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলের এই ম্যাচে অভিষেক হতে চলেছে। একাদশে ঢুকেছেন উইকেটরক্ষক ও ওপেনার জয়লর্ড গাম্বি। এছাড়াও আনিসলি এন্ডলভ একাদশে সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি, মোহাম্মদ সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি, ক্রেগ আরভিন, তাদিওনাসে মুরামানি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান ব্যানেট, সিকান্দার রাজা, ক্লিভ মাদান্দে, লুক জনজি, ব্লেজিং মুজুরাবানি, রিচার্ড এনগ্রাভা, আনিসলে এন্ডলভ।