বাংলাদেশ এবং ইউএসএর মধ্যকার তৃতীয় টি-২০তে ইউএসএকে ১০ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কোন উইকেট না হারিয়েই জয়লাভ করে বাংলাদেশ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট ছাড়ায় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গত দুই ম্যাচের হতাশা এতে কিছুটা হলেও কমলো। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তামিম এবং সৌম্য। এই জুটি বেশ জমে উঠেছিলো। তামিমের ব্যাটে অর্ধশতক আসে৷ সৌম্য খেলেন চল্লিশোর্ধ্ব ইনিংস। বাংলাদেশ ৫০ বল হাতে রেখেই বিনা উইকেটে জয় তুলে নেয়।
শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। মুস্তাফিজের বোলিং ঘূর্ণিতে ১০৪ রানেই থেমেছে স্বাগতিকদের ইনিংস। কেউ রানসংখ্যা ত্রিশের ঘরে নিতে পারেননি। শুরুতে ছোটখাটো একটি জুটি হলেও বেশিদূর আগায়নি কোন জুটি। মুস্তাফিজ ৬ উইকেট নেন।