Google search engine

আফগানদের বিপক্ষে ২-১ এ সিরিজ হেরেছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে আফগানদের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ।

এদিন শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই ছিলো। কিন্তু সৌম্য ফেরার পর টপ অর্ডারে উইকেট ধ্বস নামে। দলের দুঃসময়ে রিয়াদকে নিয়ে দলের হাল ধরেন মিরাজ। মিরাজের ৬৬ রানের ইনিংস এবং রিয়াদের অল্পের জন্য শতক মিস করা ৯৮ রানের ইনিংসে ভর করে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওমারজাই।

জবাবে ব্যাট করতে নেমে গুরবাজের শতকসহ ওমরজাইয়ের ৭০ রান ও নবির অপরাজিত ৩৪ রানে হেসে খেলেই জয় তুলে নেয় আফগানরা। অভিষেক ম্যাচে ২ উইকেট নেন নাহিদ রানা। বাকিরা খুব একটা বেশি কিছু করতে পারেননি। ফিল্ডিংয়ের দুর্দশায় ম্যাচ হাত থেকে ফসকে গেছে।

বাংলাদেশের দেওয়া সংগ্রহ টপকাতে গিয়ে ধীরেসুস্থে ইনিংস শুরু করেন আফগানরা। যদিও ওপেনিং জুটিতে দ্রুতই ধ্বস নামে। এরপর পরপর কয়েকটা উইকেট হারানোর পর ওমরজাইকে নিয়ে দলের হাল ধরেন গুরবাজ। দু’জনের ঠান্ডা মেজাজের ইনিংস সাথে নবির ক্যামিও মিলে খুব সহজ জয় পায় আফগানরা।

এরই ফলে ২-১ এ সিরিজ জিতেছে আফগানরা।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ- ২৪৪/৮ (৫০ ওভার)
মিরাজ ৬৬, মাহমুদউল্লাহ ৯৮
ওমরজাই ৪/৩৭

আফগানিস্তান- ১৪৬/৫ (৪৮.২ ওভার)
গুরবাজ ১০১, ওমরজাই ৭০*,
নাহিদ ২/৪০, মুস্তাফিজ ২/৫০

Google search engine