বৃষ্টির কারণে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ১ম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। ২য় ওয়ানডেতেও বৃষ্টি বাগড়া দেওয়ায় টস দেরীতে হয়েছে।
দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার পর অবশেষে বৃষ্টি থামলে বাংলাদেশ সময় সাড়ে ৫টায় টস হয়। দু’দল থেকেই ৫ ওভার করে কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ, ৪৫ ওভার করে ম্যাচ হবে।
টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে দল।
একাদশ:
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন।
আয়ারল্যান্ডঃ পল স্টারলিং, স্টিফেন ডোহেনি, এন্ড্রু বালবার্নি ( অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার( উইকেটরক্ষক), কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, এন্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ের, জশুয়া লিটল, গ্রাহাম হিউম।