Google search engine

আগামী ৭জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই দু’দল স্কোয়াড ঘোষণা করেছে। এরই মাঝে ভারত স্কোয়াডে নতুন করে এসেছে পরিবর্তন। স্কোয়াডে যোগ দিয়েছেন যশস্বী জায়সওয়াল।

৭ জুন লন্ডনের দ্য ওভালো ফাইনাল ম্যাচ। আর ৩জুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঋতুরাজ। আর এতেই ভাগ্য খুলেছে যশস্বীর। বিয়ের কারণে ছুটি চেয়েছেন ঋতুরাজ। আর বিসিসিআই ছুটি কার্যকর করেছে।

ঋতুরাজের পরিবর্তে লন্ডন যাচ্ছে যশস্বী। ইতিমধ্যেই তার ভিসা কার্যক্রম শেষ হয়েছে। দ্রুত রওনা দিবেন তিনি। স্ট্যান্ড বাই তালিকায় তার সাথে আরও আছেন মুকেশ কুমার এবং সূর্যকুমার যাদব।

আইপিএলের এই আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এই তারকা। সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন তিনি। রাজস্থানের হয়ে ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন তিনি।

এই আসরে ১টি শতক এবং ৫টি অর্ধশতক রয়েছে তার। রাজস্থান বিদায় নিলেও তিনি আছেন সেরা উদীয়মান তারকার তালিকায়।

প্রথম শ্রেণির ক্রিকেটেও বেশ ভালো সময় কেটেছে যশস্বীর। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে নয়টি শতক এবং দুটি অর্ধশতকসহ ৮০.২১ গড়ে এক হাজার ৮৪৫ রান করেছেন তিনি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here