আইরিশদের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইসিবি। একাদশে জায়গা পেয়েছেন তরুণ পেসার জস টাং। ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন টাং।
দুই পেসার অ্যান্ডারসন ও রবিনসন চোটের কারণে ছিটকে গেছেন একাদশ থেকে। যার কারণে ভাগ্য খুলেছিল টাংয়ের। তবে এবার স্কোয়াড থেকে একাদশে জায়গা পেয়েছেন তিনি। পেসার ক্রিস ওকসের ইনজুরিতে এই সুযেগ মিলেছে তার।
২ জুন থেকে শুরু হবে আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র টেস্ট। বেশ কিছুদিন ধরেই ইংল্যান্ডের টেস্ট দলের রাডারে ছিলেন টাং। ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন টাং।
২য় ইনিংসেও ৭৭ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। চলতি মৌসুমে তিনি ১১ উইকেট নিয়েছেন। তার বোলিংয়ে গতি আছে প্রচুর। প্রয়োজনে বাউন্সও দিতে পারেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, জস টাং এবং জ্যাক লিচ।