জহুর আহমেদে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে তামিমের বরিশাল এবং সাকিবের রংপুর৷ কোন টিম আজকের দিনটা নিজেদের করে নিবে?
তামিম-সাকিব নাম একসাথে এলেই হুলুস্থুল অবস্থার সৃষ্টি হয়। আর দু’জনের দলের মধ্যে ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ। গ্যালারি দেখেই যা আন্দাজ করা যাচ্ছে। গ্যালারি তামিম-সাকিব রবে মুখর। যার ফলে ম্যাচের আগ থেকেই লড়াইয়ের ভাব শুরু হয়ে গেছে।
ইতিমধ্যেই টা অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাট করবে ফরচুন বরিশাল। স্টেডিয়ামের গ্যালারি মুখরিত সবার উচ্ছ্বাসে। কার হাতে আসবে আজকের জয়?
যদিও ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে শীর্ষে আছে রংপুর রাইডার্স। অন্যদিকে বরিশা এখনো দুই ধাপ পিছিয়ে রংপুরের চেয়ে। সে হিসেবে সাকিবের দল বেশ ফুরফুরে মেজাজে নামলেও তামিম দের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ।
আজকের একাদশ:
ফরচুন বরিশাল একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), টম ব্যান্টন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, কেশভ মহারাজ, কাইল মায়ার্স, কামরুল ইসলাম রাব্বি, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বিজ্ঞাপন
রংপুর রাইডার্স একাদশ- নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শেখ মেহেদী, শামীম পাটোয়ারী, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মুমিনুল হক, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, ব্রান্ডন কিং ও টম মুরস।