লর্ডস টেস্টের শুরুতেই কাঁধে চোট পেয়েছিলেন ওলি পোপ। যে কারণে ফিল্ডিংয়ে ছিলেন না বেশিরভাগ সময়। ৩য় টেস্টের আগে তার চোট সম্পর্কে জানা যাবে। ইনজুরিতে থাকলেও তাকে নিয়েই হেডিংলি টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
পোপের পরিস্থিতি অনুযায়ী বিকল্প হিসেবে ড্যান লরেঞ্চকে ১৫ সদস্যের স্কোয়াডে রেখেছে ইংল্যান্ড। পোপ ফিট না থাকলে তার বিকল্প হিসেবে ৩ নাম্বারে খেলতে পারেন তিনি। চোট পাওয়া মঈন আলীও ফিরেছেন স্কোয়াডে।
প্রথম টেস্টে চোট পেয়েছিলেন মঈন৷ যে কারণে লর্ডস টেস্টে খেলেননি তিনি। কিন্তু তিনি অনুশীলন জারি রেখেছিলেন। তার সুস্থতা সম্পর্কে নিশ্চিত করেছেন ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ জিতান প্যাটেল।
মঈনের চোটের কারণে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ডাকা হয়েছিল রেহান খানকে। ৩য় টেস্টে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। বাদ পড়েছেন ম্যাথু পটসও।
তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড- বেন স্টোকস, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেঞ্চ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস এবং মার্ক উড।